বিশ্বনাথ: দীপালি সংঘের কমিটি গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৫:১৯ অপরাহ্ন
পশ্চিম বিশ্বনাথের সবচেয়ে প্রাচীন রেজিস্টার্ডভুক্ত সংগঠন দীপালি সংঘের ২০২৫-২০২৬ সনের কমিটি গঠন করা হয়েছে। ৯ আগস্ট ১৯৭০ সালে গঠিত সংগঠনটির সদস্যরা বিভিন্ন দেশে এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় দীর্ঘদিন কার্যক্রম স্থবির ছিল।
প্রাচীন এই সংগঠনটিকে পুনঃজাগরিত করতে উদ্যোগ নেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য/প্রতিষ্ঠাতারা। তাই ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় নতুন হাবড়া বাজারে সংগঠনের কার্যালয়ে মতবিনিময় শেষে ৮০ জন সাধারণ সদস্য থেকে আরিফ উল্লা সিতাবকে সভাপতি এবং হারিছ আলীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: আশরাফুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক: মকসুদ আহমদ, অর্থ সম্পাদক: ফরহাদ ইসলাম, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক: আফজাল হোসেন মিনার, সাংগঠনিক সম্পাদক: রাসেল আহমদ, সমাজ কল্যাণ, ক্রীড়া, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক: বিভাংশু গুন বিভূ, দফতর সম্পাদক: আমির উদ্দিন, কার্যকরী সদস্য: শেখ মো. কাওছার আলী, কার্যকরি সদস্য: ছালিক মিয়া।
কমিটি গঠনের লক্ষ্যে সমবেত উপস্থিতি থেকে দীপালি সংঘের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা সীতাব আলী, মনিরুজ্জামান চৌধুরী, মখলিছুর রহমান, আজম আলী, আনোয়ার খান মফজুল খান এবং মাস্টার বাবুল মিয়া। বক্তারা দীপালি সংঘের পুনঃজাগরণে আনন্দিত হয়েছেন এবং তাঁদের যৌবনকালে সৃষ্ট এই সংগঠনটি যাতে ভবিষ্যতে আরও বেগবান হয়ে সমাজের জন্য কাজ করে সেজন্যে তাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।—বিজ্ঞপ্তি