হাবিপ্রবি ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৬:৪০ অপরাহ্ন
মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর: মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভুমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।
এসময় হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বার্নার্ড পলাশ বলেন, ‘যারা অপরাজনীতির সাথে জড়িত এবং ফ্যাসিস্ট আমলের যারা এখনো মাথাচাড়া দিয়ে রয়েছে তাদের প্রতিরোধ করবে ছাত্রদল। একইসাথে জুলাই গণঅভ্যুত্থানে যারা সরাসরি হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। ‘
পরে আহ্বায়ক বার্নার্ড পলাশের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এক সংক্ষিপ্ত র-্যালী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। হাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ ইসলাম সহ শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।