যুবদল ইউকে-র নতুন কমিটিকে নটিংহ্যাম বিএনপির অভিনন্দন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪২:৪৮ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন বিএনপি যুবদল ইউকে-র নবগঠিত কমিটির সকল সদস্যকে নটিংহ্যাম বিএনপির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় যুবদল, ঢাকা কর্তৃক আজ বুধবার অনুমোদিত ও নির্দেশিত এই কমিটি বিএনপির আদর্শ ও চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নটিংহ্যাম আশাবাদী।
‘‘আপনাদের নেতৃত্বে বিএনপি যুবদল ইউকে আরও সুসংগঠিত হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভবিষ্যৎ বাংলাদেশের আশা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখবে।নটিংহ্যাম বিএনপির আশা নতুন কমিটির সকল নেতৃবৃন্দ একতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সর্বোচ্চ অবদান রাখবেন।’’
বিবৃতিদাতারা হলেন, এস আর কামাল চৌধুরী, শেখ নুনু মিয়া, সৈয়দ ইকবাল আনোয়ার, এবং নটিংহ্যাম যুক্তরাজ্য বিএনপির সকল নেতা ও কর্মী। -প্রেস বিজ্ঞপ্তি l