নবীগঞ্জ: মিনাজপুর মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ শুক্রবার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩:১১ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জস্থ মিনাজপুর মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী শুক্রবার ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মাদ্রাসা মাঠে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ ওয়াজ মাহফিল চলবে।
এতে ওয়াজ করবেন, জামেয়া ইসলামিয়া আরাবিয়া ধনকান্দি মাদ্রাসার মুহতামিম ও বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, দরগাহ হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব এবং হবিগঞ্জের নবীগঞ্জ জামিআ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর (বালিধারা মাদ্রাসার) মুহতামিম হাফেজ মাওলানা আসজাদ আহমদ, সিলেটের ঝেরঝেরীপাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস (টাইটেল মাদ্রাসার) প্রিন্সিপাল মাওলানা মাহমুদ সোয়াইব, হবিগঞ্জের নবীগঞ্জ নূরগাঁও জামেয়া ইসলামিয়া রুহুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ নূরী চৌধুরী, হবিগঞ্জের নবীগঞ্জ জামেয়া ইসলামিয়া আরাবিয়া ইমামবাড়ি মাদ্রাসার মুহতামিম মুফতি লুৎফুর রহমান খান, মিশিগান জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হারুনুর রশীদ আল আজাদ, হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দিস্থ মিনাজপুর মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মুস্তফা ওয়াসিফ নাদিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন অ্যাডভোকেট, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক মো. আতাউর রহমান, সরকারি চাকরিজীবী ও শিক্ষানুরাগী মো. আব্দুল করিম দলা মিয়া, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. শফিউল আলম হেলাল।
এছাড়া স্থানীয় উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
উক্ত মাহফিলে দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দিস্থ মিনাজপুর মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার মোতায়াল্লী মো. আবুল ফজল এডভোকেট।