হাবিপ্রবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৪:৫৮ অপরাহ্ন
মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর: ইংরেজি নববর্ষ উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি) শাখার উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বটতলায় এ উৎসব শুরু হয়। আয়োজক সূত্রে জানা গেছে, প্রকাশনা উৎসবে প্রায় দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে। শিবিরের সমর্থক, কর্মী, সাথী, সদস্য ও উচ্চতর ক্যাটাগরির জন্য এতে পৃথক কর্ণার রয়েছে। যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থরা শিবিরের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। এছাড়াও উৎসবে শিবিরের সমর্থক হওয়া ও বই পড়ার জন্য পৃথক কর্ণার রয়েছে।
প্রকাশনা উৎসব উদ্বোধন করেন দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ, সেক্রেটারি আজিবুর রহমান, সেক্রেটারিয়েট সদস্য এবং ক্যাম্পাসের বিভিন্ন জোন দায়িত্বশীলরা।
উৎসবে আসা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, তাদের প্রকাশনা উৎসবে জুলাই বিপ্লবে আমাদের ক্যাম্পাসের আন্দোলনের ছবি এবং সামগ্রিক বিষয়ের উপরে প্রদর্শনীর অংশটি। পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের উপরে বিভিন্ন বইও রয়েছে।”
প্রদর্শনীতে আসা এক নবীন শিক্ষার্থী বলেন, “আমাদের বিভিন্ন স্টিকার ও পরিচিতি উপহার দেওয়া হয়েছে, যা আমাদের আনন্দিত করেছে। আসলে এতদিন আমাদের শিবির সম্পর্কে ভুল বুঝানো হয়েছে। কিন্তু এখন দেখছি তারা খুব ভালো কাজ করছেন।”
শাখা ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য আমাদের এ আয়োজন।”
তিনি আরো বলেন, “ছাত্রশিবির একটি আদর্শিক প্রতিষ্ঠান। বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের আমাদের কাছে আসতে দেওয়া হয়নি বা আমরাও সেভাবে পৌঁছাতে পারিনি৷ আল্লাহর অশেষ রহমতে আমরা এখন সে সুযোগ পেয়েছি। শিক্ষার্থীরা আমাদের স্টলে আসছেন এবং এ আয়োজনের ভূয়সী প্রশংসা করছেন।”