যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচার দাবি নটিংহ্যাম বিএনপির
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৪৩:০৯ অপরাহ্ন
নটিংহ্যাম বিএনপি গতকাল সোমবার ৩ ফেব্রুয়ারি রাতে স্থানীয় একটি বাসভবনে এক প্রতিবাদ ও দোয়া মাহফিলে মিলিত হয়ে কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচার দাবি করেছেন।
কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম (৪০)কে শুক্রবার ভোরে যৌথবাহিনী তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহতের শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন থাকার কথা জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা।
এ ঘটনার নিন্দা জানিয়ে নটিংহ্যাম যুক্তরাজ্য বিএনপি তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া সভার আয়োজন করে। নটিংহ্যাম বিএনপির সভাপতি এস আর কামাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আনোয়ারের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শেখ নুনু মিয়া। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শাবিপ্রবি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ সভাপতি সেলিম মোল্লা লিটন, মাসুম রানা, ইটালি জেনেভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নেকবর হোসেন, আকাশ আহমেদ, মাহফুজুর রহমান আজিজ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও শাবিপ্রবি ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো: নূরুল হক ও অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সমস্বরে উক্ত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং ভবিষ্যতে যাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে তার আশু পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
উল্লেখ্য যে, তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং একই ইউনিয়নের ইটাল্লা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।—বিজ্ঞপ্তি