যুক্তরাষ্ট্রে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১:৩৬:৫৩ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আলিফ রেষ্টুরেন্টে গত রোববার সন্ধ্যায় গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি গেট টুগেদার ও ডিনার অনুষ্ঠিত হয়।
আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি এ জেড এম ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, কাউন্সিলম্যান আবু মুসা, ডিনার পার্টির আহবায়ক নজরুল ইসলাম বদরুল, দিলওয়ার হোসেন, তরিক উদ্দিন, মফিজুর রহমান সহ অনেকে এছাড়াও উপস্থিত ছিলেন মিশিগানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের গঠনতন্ত্রের পুস্তিকার মোড়ক উম্মোচন সংগঠনের গ্রাজুয়েটদের সম্মাননা সনদ প্রদান সংগঠনের স্পন্সর দাতাদের সম্মাননা প্রদান, সংগঠনের কর্মকর্তাবৃন্দদের সম্মাননা প্রদান ছাড়া প্রীতিভোজ শেষে রেফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।