নটিংহামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৪:১৮:৫৪ অপরাহ্ন
সৈয়দ ইকবাল আনোয়ার: স্বাধীনতার মহান ঘোষক, সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে সম্প্রতি নটিংহ্যাম যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে স্থানীয় হাইসন গ্রীনস্থ বায়তুল জাব্বার জামে মসজিদে। এ উপলক্ষে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আনোয়ারের পরিচালনায় উপস্থিত ছিলেন নটিংহ্যাম বিএনপির সভাপতি এস আর কামাল চৌধুরী ও সিনিয়র সহ সভাপতি শেখ নুনু মিয়া।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং উনার কনিষ্ট পুত্র মরহুম আরাফাত রহমান কোকো সহ শহীদ সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন আপোষহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, ডাক্তার জুবাইদা রহমানের দীর্ঘায়ু, দেশব্যাপী অসুস্থ ও আহত নেতা কর্মীবৃন্দের সুস্থতা কামনা এবং ৩১ দফার সাফল্য কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে আরও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সেলিম মোল্লা লিটন, মোঃ মাহফুজুর আজিজ , পওয়েল চৌধুরী, রতন শেখ, মহিউদ্দিন, মাসুম আহমেদ, আকাশ আহমেদ, সোহেল হাওলাদার, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও শাবিপ্রবি ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো: নূরুল হক, আসলাম মিয়া, জাহেদ আহমদ, এজলাল, আক্তার হোসেন, জসিম উদ্দিন, মাওলানা রফিকুল আলম, মাও: নাসির, ইমাম আবু সারিয়া, হাজী ইয়াসিন, মাওলানা আমির সাজ্জাদ ইমাম মাদনী মসজিদ, মাওলানা সৈয়দ সাদ, মাওলানা সৈয়দ আবরার ডার্বি শহর শেখ বশির ও নাশিদ শিল্পী প্রমুখ।