দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৫:৫৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আরেক দফায় বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে। এবার ভরিতে ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ধাতুর দর দেশের ইতিহাসে সর্বোচ্চ।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল রোববার থেকে কার্যকর হবে নতুন এ দাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া, বিশ্ববাজারেও রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ কিনতে ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকা গুণতে হবে। এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৭ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বৃদ্ধি পেলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। এখন ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।