নটিংহামের বায়তুল জব্বার মসজিদের চেয়ারম্যান উজির উদ্দিন ইন্তেকাল করেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৭:৫৩:৫৮ অপরাহ্ন
লন্ডন অফিস: ইংল্যান্ডের নটিংহামশায়ারের নটিংহাম শহরের কলিসন স্ট্রিটের উজির উদ্দিন আজ শুক্রবার ৩১ জানুয়ারি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহিওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বায়তুল জব্বার মসজিদের চেয়ারম্যান ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
শাহজালাল মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে নটিংহাম বুলওয়েল কবরস্থানে দাফন করা হয়েছে। নটিংহামে বসবাসরত বিভিন্ন দেশের মুসলমান তাঁর জানাজায় অংশ নিয়েছেন।
মরহুমের স্বজনদের পক্ষ থেকে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করার এবং সন্তপ্ত পরিবারের সবাইকে বেদনা সইবার ধৈর্যশক্তি দানের জন্যে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।