বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৫, ৬:৫২:৪৮ অপরাহ্ন
লন্ডন অফিস: বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যাগে সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার সাবেক ম্যানেজিং ডাইরেক্টর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী স্মরণে গত ২৮ জানুয়ারি মঙ্গলবার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার, কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল কুদ্দুছ, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, প্রভাষক আব্দুল হাই ও আব্দুল লতিফ।
সভায় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন সংগঠণের সহ সভাপতি কবি শিহাবুজ্জামান কামালসহ সভাপতি বদরুজ্জামান বাবুল, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মীর আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী ফারুক মিয়া, কমিউনিটি নেতা আনোয়ার হোসেন, নোমান চৌধুরী ও মরহুমের পুত্র রুহুল আফসার মোহাম্মদ মোরশেদ।
সভায় বক্তারা বলেন, মরহুম আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবাদপত্রসেবী, বিশিষ্ট সমাজসেবী ও একজন দানশীল ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার ও পরোপকারী। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।
মরহুম এ এস মোহাম্মদ সিংকাপনী, তদীয় স্ত্রী চৌধুরী ফাতেমা আফরোজা মোহাম্মদ ও সাংবাদিক আফসার উদ্দিনের স্ত্রী মিসেস জাকিয়া খানমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক।