ইতালির মানতোভায় স্থায়ীভাবে কনস্যুলেট শাখা চান প্রবাসীরা, দু’দিনে আট শতাধিক প্রবাসীর সেবা গ্রহণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:১৪:৫৬ অপরাহ্ন
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির মানতোভায় দু’দিনব্যাপী বাংলাদেশ কনস্যুলেট মিলান এর আয়োজনে আল মিনা মসজিদের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় দূতাবাস সেবা সম্পন্ন হয়েছে।
দূতাবাসের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালি মানতোভায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুইদিনে প্রায় আট শতাধিক প্রবাসী এই অস্থায়ী ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেছেন। এই ক্যাম্প থেকে প্রবাসীদের জন্য ই পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট নবায়ন, ফ্যামিলি সার্টিফিকেট,নো ভিসা সহ ওয়েজ অনার্স কল্যান বোর্ডের সদস্য সেবা প্রদান করা হয়।
মিলান কনস্যুলেট এর কনসাল তাজুল ইসলাম শ্রম কনসাল সাব্বির আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতায় এই ক্যাম্প থেকে প্রবাসীরা সেবা গ্রহণ করতে পেরে আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতে যেন মানতোভায় এই দূতাবাস সেবা অব্যাহত থাকে সেই অনুরোধ করেন।
আল মিয়া মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন সহ মসজিদ কমিটির সকলের সার্বিক ব্যবস্থাপনায় দূতাবাস ক্যাম্পে বাংলাদেশী কমিউনিটির সহযোগিতা দূতাবাস সেবায় সেবা পরিদর্শন করেন স্থানীয় মানতোভা শহরের প্রেসিডেন্ট সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।
মিলান কনস্যুলেট এর সকল কর্মকর্তাদের সুন্দর সেবার মধ্য দিয়ে দুই দিনে প্রবাসীরা দূতাবাস সেবা গ্রহণ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বন্ধের দিনে এমন আয়োজনে দূতাবাসের ভূয়োসি প্রশংসা করেন প্রবাসীরা।