আব্দুর রহমান বর্ণী (রহ.)’র ঈসালে সাওয়াব মহফিল সফলে মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:২৭:১৭ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি: সিলেটের প্রখ্যাত বুজুর্গ, আল্লামা আব্দুর রহমান ছাহেব বর্ণী (রহ.) এর স্মরণে ২৪ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ২০২৫ সফলের লক্ষ্যে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে সোমবার সন্ধ্যায় জিম্মি রেষ্টুরেন্ট এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মস্তফা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, খলিলুর রহমান, লিটন শরিফ, জালাল আহমদ, সুলতান আহমদ খলিল, তপন কুমার দাস, এ জে লাভলু, তাহমিদ ইরশাদ রিপন, আশফাক আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় আল্লামা আব্দুর রহমান ছাহেব বর্ণী (রহ.) এর দ্বীনি খেদমত তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা মো. আব্দুল আলিম ছাহেবজাদায়ে বর্ণী, স্বাগত বক্তব্য দেন মো. মাহফুজুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মো. আল আমিন।
উল্লেখ্য, আগামী (১ ফেব্রুয়ারি ২০২৫ ) শনিবার দাসেরবাজার ইউনিয়নের রহমানীয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে ২৪তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।