দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:২২:০৩ অপরাহ্ন
লন্ডন অফিস: দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি গত ২৭ জানুয়ারী রোজ সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইউকের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শাহজাহান শিকদার।
এম এ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তোয়াহিদুর রহমান টিপু।
সভায় আরও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি সৈয়দ মাহবুব আলম, সহ সভাপতি মস্তফা মিয়া, আব্দুর রশিদ বাবুল, আব্দুল মতিন, সিদ্দিকুর রহমান জয়নাল, বদরুল হক শাহীন, হোসেইন আহমদ, ট্রেজারার ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সেবুল ইসলাম, নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সালেহ আহমদ, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক তোয়াহিদুর রহমান টিপু, অফিস ও মেম্বারশিপ সম্পাদক আলিম উদ্দিন ফয়সল, ত্রাণ বিষয়ক সম্পাদক সলিসিটার শাহীন উদ্দিন, কার্যকরী সদস্য নজরুল ইসলাম বাবুল এবং আব্দুর রহিম।
সভায় শীতবস্ত্র বিতরণ, আগামী রমযান মাসে দক্ষিণ সুরমার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ফুড প্যাকেট বিতরণ এবং আগামী জুন মাসে জাঁকজমকপূর্ণভাবে সংগঠনের ২০ বৎসর পূর্তি উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।