মিশিগানে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ২:০২:০৭ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানে রোববার ২৬ জানুয়ারি সন্ধ্যায় বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ওয়ারেন সিটির আল-ইহসান ইসলামী সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিশিগান শাখার উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বাষি’কী উপলক্ষ্যে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা ফখরুল ইসলাম।
দোয়া মাহফিলে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলু, সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম তুহিন। সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে ছিলেন তারেক আহমদ চৌধুরী, রাজু তালুকদার, নছিরুল হক শাহীন, শাহাদাৎ হোসেন মিন্টু, কামাল আহমদ, এনাম উদ্দীনসহ মিশিগান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুম জিয়াউর রহমানের জীবনী স্মৃতিচারণের মাধ্যমে উনার আত্নার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনার পাশাপাশি দোয়া মাহফিলে গত ২০২৪ সালের ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত-আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মিশিগান বিএনপির সভাপতি অসুস্হ জনাব দেওয়ান আকমল চৌধুরীসহ মিশিগান ও বাংলাদেশ সহ অন্যান্য দেশে অসুস্থ বিএনপি নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তিনার কনিষ্ট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ মোনাজাত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন প্রবাসী জনাব তারেক রহমানের দীঘা’য়ু কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে মিশিগান বিএনপির পক্ষ থেকে সকলের জন্য সিন্নি বিতরণ করা হয়।