সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে সমন্বয়ক, রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ২:২৩:২৭ অপরাহ্ন
মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সংস্কার দাবিতে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তাদের অবস্থানের কারণ সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তোফাজ্জল হোসেন তপু বলেন, ‘প্রথম কথা আমরা হাবিপ্রবির শিক্ষার্থী। আর শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা ছিলাম, আছি, থাকবো। সেই প্রেক্ষিতেই আমরা আজও সাধারণ শিক্ষার্থীদের সাথে রয়েছি’।
ছাত্রশিবিরের হাবিপ্রবি শাখার সাবেক সভাপতি রেজোয়ানুল হক বলেন, ‘আমরা যে ব্যানারেরই হই না কেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করা আমাদের প্রথম দায়িত্ব। আজকের দাবিসমূহ সকল সাধারণ শিক্ষার্থীর দাবি। আমরা তাদের সাথে একমত প্রকাশ করেছি।’
জাতীয়তাবাদী ছাত্রদল হাবিপ্রবির আহ্বায়ক কমিটির সদস্য সাগর ইসলাম বলেন, ‘ রাজনৈতিক দলের ঊর্ধ্বে আমরা হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থী। যৌক্তিক দাবির প্রেক্ষিতেই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। ‘
উল্লেখ্য, কর্মসূচিতে তাদের দাবি ছিল— “১.একমাসের মধ্যে ছাত্র সংসদের নীতিমালা প্রনয়ণ করে, সময়সূচি ঘোষণা করতে হবে। ২.ক্রেডিট ফি ৭৫-৮০ টাকা করে নোটিশ জারি করতে হবে।
৩.সেশনজট নিরসনে একাডেমিক রোডম্যাপ দিতে হবে, এবং বাস্তবায়নের জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। ৪.লাইব্রেরির মুজিব কর্ণারকে জব কর্ণার করে চাকরির বিভিন্ন বই দিতে হবে। ৫.আগামীকাল থেকে গোপালগঞ্জে বাস স্টপেজ করতে হবে। ৬.হামলাকারীদের বিচার আগামী ৭দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ৭. ১ মাসের মধ্যে টিএসসি থেকে ব্যাংক অপসারণ করতে হবে। ৮.অবৈধ নিয়োগ বাতিলের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।
৯. শিক্ষক ও ক্লাসরুম সংকট দূরীকরণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।”