হোয়াইট হাউসের কঠোর অভিযানে ৫০০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৬:৫৬:০২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসন সংকট আরও গভীর হয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, দেশজুড়ে পরিচালিত এক অভিযানে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ৫০০-এর অধিক কাগজপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিবাসন এজেন্টরা দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের গ্রেপ্তার করে।
মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) পরিসংখ্যানের বরাত দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৫৩৮ জনকে গ্রেপ্তার ও ৩৭৩ জনকে আটক করা হয়েছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিউ ইয়র্কে আইসিইর বাফেলো অফিসে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত লুইস আলবার্তো এসপিনোজা-বোকনসাকা এবং শিশুর বিরুদ্ধে যৌন আচরণের দায়ে দোষী সাব্যস্ত পেদ্রো জুলিও মেজিয়াকেও রয়েছেন।
হোয়াইট হাউস উল্লেখ করেছে, দেশের সীমান্ত সুরক্ষিত করতে ট্রাম্প প্রশাসন যে কাজ করছে, এটি তার একটি ছোট নমুনামাত্র।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, নেওয়ার্ক ও মিয়ামিসহ একাধিক শহরে অপরাধের অভিযোগে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।