ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকের বৃত্তি প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ১:১৩:৪০ অপরাহ্ন
লন্ডন অফিস: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকে (ডোয়া-ইউকে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের “২০২৩-২৪” অনার্স প্রথম বর্ষের পঞ্চাশ জন্য ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেছে।
এ উপলক্ষে গত ৭ জানুয়ারী, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়র নবাব নওয়াব আলী সিনেট ভবনে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ঢাকা ইউনিভার্সিটি ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ এম. জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ নিয়াজ আহমেদ খান।
বাংলাদেশে অবস্থানকারী ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকের বেশ কয়েকজন ইসি সদস্য ও কতিপয় সাধারণ সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের পঞ্চাশ জন ছাত্রছাত্রীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। এদের অধিকাংশই আর্থিকভাবে অতি অসচ্ছ্বল এবং শিক্ষা ক্ষেত্রে উচ্চমাত্রায় সাফল্য অর্জনকারী হিসেবে বিচার-বিবেচনায় বৃত্তি পেয়েছেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়ায় আর্থিক এই অনুদান, তাদের শিক্ষাকালীন জীবনে বিশেষ ভূমিকা রাখার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেছেন এবং সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ জানিয়েছেন।
এতে উপস্থিত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকের সাধারণ সম্পাদক আবুল এফ মেজবাহ্ উদ্দিন ইকো সংগঠনের তরফে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ডঃ সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ডঃ মামুন আহমেদ ও ব্যারিস্টার আবুল কালাম যিনি মাস কয়েক আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ন্যূনতম অর্ধশতটি বৃত্তির (স্থায়ী ট্রাস্টফান্ড বহির্ভূত) তহবিল আয়োজনের জন্য সাবেক সভাপতি মারুফ আহমেদের উদাত্ত আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে প্রতিশ্রুতি দানকারী অন্যতমদের একজন।
ডোয়া-ইউকের এ উদ্যোগ ও কার্যক্রমকে তরান্বিত করার মূহুর্তটিতে এর সদস্যগনের উপস্থিতি অত্র সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করবে।
ঢাকা ইউভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকে, এ কার্যক্রমে অংশগ্রহনকারী সংগঠনের সদস্যদের দাক্ষিণ্য তথা বদান্যতাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে ও তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। এছাড়া বৃত্তিপ্রদান প্রক্রিয়া, আনুষ্ঠানিকতা ও বাস্তবায়নের মত কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করার জন্য ডোয়া-ইউকে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান এবং এর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর শামস্ উদ্দিন।