রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ১:৩০:৩১ অপরাহ্ন
লন্ডন অফিস: আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই বিশ্বাসকে কেন্দ্র করে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে একটি এওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। শনিবার রেডব্রিজের সেন্ট জোন্স চার্চ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিসিএসই ও এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ছিল র্যাফেল ড্র এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের পরিবেশনা। সভাপতির নাতনী পরিহান জান্নাত ওসমান তার স্বলিখিত গল্প পড়ে শোনান, আর কবিতা আবৃত্তি করেন দিলু নাসের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি অহিদ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মেঘনা উদ্দিন। শুরুতে অতিথিদের স্বাগত জানান সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী এবং কবি দিলু নাসের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জোৎসনা ইসলাম। আরও বক্তব্য রাখেন কাউন্সিলর কবির মাহমুদ, কাউন্সিলর সাইদা চৌধুরী, কাউন্সিলর সামছ ইসলাম, বারকিং ও ডেগেনহামের সাবেক মেয়র কাউন্সিলর ফারুক আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, মুফতি মাওলানা মুহি উদ্দিন মিগদাদ, শিক্ষক সিরাজুল বাছিত চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, গ্লোবাল জানালাবাদের প্রেসিডেন্ট মহিবুর রহমান এবং প্রবাসী কল্যাণ পরিষদের জাহাঙ্গীর খান। এছাড়া বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার মিসবা কামাল এবং রেডব্রিজ ওয়েলফেয়ারের সভাপতি আতিকুর রহমান লিটনও বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সহ-সভাপতি আফছর উদ্দিন এনাম, ফারুক উদ্দিন ও ইমদাদ আহমেদ। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সহ-সাধারণ সম্পাদক নিয়াজ চৌধুরী, ট্রেজারার এনামুল হক, সহ-ট্রেজারার গোলাম মোহাম্মদ রফিক, প্রেস সেক্রেটারি মিসবাহ জামাল, সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমদ, এডুকেশন সম্পাদক সাহিন আহমদ, মেম্বারশিপ সম্পাদক জয়নুল চৌধুরী এবং সোসিয়াল ও ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ আবু তারেক চৌধুরী।
নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মাসুক আহমদ, ময়নুল ইসলাম, আবু সোহেল, এলিন আহমদ চৌধুরী, দিলু নাসের, কামরুল হোসাইন গৌছ, মোহাম্মদ আমিন, মহি উদ্দিন আলমগীর, রেজাউল করিম রাজু এবং টিপু আব্দুল ওয়াদুদ।
সভাপতি অহিদ উদ্দিন অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।