ডাক বিভাগের ই-কমার্স সেকশনে ৩য় হাবিপ্রবির পোস্ট অফিস, রয়েছে পরিকল্পনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ২:১০:৪৪ অপরাহ্ন
মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর: উত্তরাঞ্চলীয় (রাজশাহী) ডাক বিভাগের সকল শাখার মধ্যে ই-কমার্স সেকশনে ৩য় অবস্থানে রয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়স্থ ‘হাজী দানেশ কৃষি কলেজ ইডিবিও’ পোস্ট অফিস।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন দিনাজপুর ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক। হাবিপ্রবিস্থ ‘হাজী দানেশ কৃষি কলেজ ইডিবিও’ পোস্ট অফিসের আপগ্রেড বিষয়ে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, ‘ হাবিপ্রবির পোস্ট অফিসটি উত্তরাঞ্চলের সর্বাপেক্ষা সক্রিয় পোস্ট অফিস। স্কলারশিপ লেটার, জরুরি চিঠি, প্রয়োজনীয় কাগজপত্র নিয়মিত আদান প্রদান হয়ে থাকে এখানে। অনলাইন প্রোডাক্ট গ্রহণের মাধ্যমে ই-কমার্সের সাথে সক্রিয়ভাবে জড়িয়ে রয়েছে এ শাখাটি।
আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাবিপ্রবিতে ‘স্মারক ডাক টিকিটের’ এক্সিবিশন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল।