ফেঞ্চুগঞ্জ: ঘিলাছড়ার ইয়াছিনকে পাওয়া যাচ্ছে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৫২:৪৯ অপরাহ্ন
সংবাদদাতা: ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ার ২০২৫ সালে দাখিল পরীক্ষার্থী ইয়াছিন আহমদকে পাওয়া যাচ্ছে না। তার বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুরবানপুর গ্রামে। সে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া মাদ্রাসার হিফজ শাখার সাবেক ছাত্র।
গত ১০ জানুয়ারি শুক্রবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে মাদ্রাসার হিফজ শাখার প্রধান হাফেজ সেলিম ছাত্রটি হারিয়ে যাওয়ার খবর পেয়েছেন বলে জানিয়ে তিনি বলেন, সে খুব ভাল ছাত্র। তাঁর মাদ্রাসা থেকে হিফজ শেষ করেছে। এবার সে দাখিল পরীক্ষা দেবে।
ছাত্র ইয়াসিনকে কেউ পেয়ে থাকলে নিচের দুটি নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
মোবাইল নং—ইয়াছিনের বড় ভাই শেখ শাহেদ আহমদ— 01736539284 এবং মোহাম্মদিয়া মাদ্রাসার হিফজ শাখার প্রধান হাফেজ সেলিম—01718854736.