সিলেট: আলহামরা শপিং সিটি থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫, ৮:২৯:০৮ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: সিলেট মহানগরে জিন্দাবাজারের অভিজাত আল হামরা শপিং সিটির নূরানী জুয়েলার্স থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরি হয়েছে।
জুয়েলারির স্বত্বাধিকারী স্বর্ণের মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানিয়েছেন। পুলিশ এ ঘটনাকে রহস্যজনক হিসেবে অভিহিত করেছে।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত অথবা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালের কোনো এক সময় এক অথবা একাধিক দুর্বৃত্ত আল হামরার চতুর্থ তলার নূরানি জুয়েলার্স নামক দোকানের শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায় দুর্বৃত্তরা।
সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ ও আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নূরানি জুয়েলার্সের স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, প্রায় আড়াইশ ভরি স্বর্ণ ছিল দোকানে। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে। এতে তার প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।”
তিনি অভিযোগ করেন, দোকান লাগিয়ে যাবার পর নিরাপত্তার দায় মার্কেট কর্তৃপক্ষের। এ ঘটনার জন্য মার্কেটের নিরাপত্তা রক্ষীদের দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতয়ালী থানার ওসি মো. জিয়াউল হক বলেন, “ঘটনাটিকে রহস্যজনক মনে হচ্ছে। আড়াইশ ভরি স্বর্ণ চুরির বিষয়টি তদন্ত করছে পুলিশ।”