নবীগঞ্জে সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের ব্যাডমিন্টন টুর্ণামেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৫:১৮:৩৮ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে ১২ টিমের নকআউট ব্যাডমিন্টন টুর্ণামেন্টে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার রাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ।
বিশিষ্ট মুরুব্বি কবিন্দ্র চন্দ্র দাশের সভাপতিত্বে সভার শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস দ্বয়ের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)। এসময় পল্লী চিকিৎসক রিন্টু দাশ, ক্ষেত্র মোহন দাশ, গোপেন্দ্র চন্দ্র দাশ, কৃপেশ দাশ, নান্টু দাশ, সত্যেন্দ্র দাশ, হিতেন দাশ, পার্থ সারথী দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, পড়াশোনা করে যেমন দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তেমনি খেলাধুলা করে ভালো খেলোয়াড় হয়েও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সম্ভব। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। তাছাড়া স্বাস্থ্য গঠনের জন্যও খেলাধুলা জরুরি। ক্রীড়া প্রতিযোগিতা সামাজিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ এর সমাজ উন্নয়নমূলক কার্যক্রম আমাদের অনুপ্রেরণা দেয়। আমি এই ট্রাস্টের কার্যক্রমে সহযোগিতায় থাকবো।
উল্লেখ্য, বিগত ১ জানুয়ারি রাতে ১২ টিমের নকআউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন টাইগার, কাশফুল, বলফুল, রয়েল, লায়ন, সিঙ্গার, মুক্তাহার, স্টার, লিজেন্ড, জোকার, হাঙ্গর ও চন্দ্রদীপ নামক ১২ টিমের খেলোয়াড়বৃন্দ।
টুর্ণামেন্টে ‘লিজেন্ট’ টিম ১ম স্থান অধিকার করে। ক্রমান্বয়ে ২য় এবং ৩য় স্থান অধিকার করে যথাক্রমে ‘টাইগার’ টিম ও ‘সিঙ্গার’ টিম। প্রধান অতিথি বিজয়ী টিমের খেলোয়াড়দের হাতে বিজয় ট্রপি তুলে দেন।