স্টারলাইট কলেজ দেশপ্রেমিক নাগরিক তৈরি করছে: আব্দুল মুনিম জাহেদী ক্যারল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৩:৫৫:০৬ অপরাহ্ন
সিলেট অফিস: বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বিজলিংক গ্রুপের চেয়ারম্যান আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেছেন, দেশ ও জনগনের সেবক একদল সুনাগরিক তৈরির জন্য স্টারলাইট কলেজ প্রতিষ্ঠা হয়েছে। দেহ ও মনের বিকাশের জন্য খেলাধূলার গুরুত্ব অত্যাধিক। স্টারলাইট প্রতিবছর সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে এটা খুবই প্রশংসনীয়। বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরার জন্য নিজেদের ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে তিনি আহবান জানান।
সিলেটের সেরাদের একটি স্টারলাইট কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আরো পড়ুন ➡️ ১০০ টাকা মোবাইল রিচার্জে কর দিতে হবে ৫৬ টাকা
কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক কো অর্ডিনেটর ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহীউদ্দীনের সঞ্চালনে কলেজ ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বি এল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম বাবুল, স্টারলাইট একাডেমির অধ্যক্ষ শফিকুল আলম খান মফিক, একাডেমিক কোর্স কো-অর্ডিনেটর মিসবাহুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির কো অর্ডিনেটর সেলিম উদ্দিন, কলেজের সিনিয়র প্রভাষক জহুরা খানম, শামসুন্নাহার বেগম, প্রভাষক মবরুল হোসেন, সাব্বির আহমদ, এমরান হোসেন, প্রান্থ দাস, মুক্তাদির হোসাইন, এহসান হাকিম, মুবাশ্বির চৌধুরী, সেলিম মাহবুব প্রমুখ।—বিজ্ঞপ্তি