গুম ও গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ৯৭ জনের পাসপোর্ট বাতিল: প্রেস উইং
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৯:৫২:১৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাশাপাশি গুমের সাথে জড়িতের অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডিমীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যেহেতু আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই, সেহেতু তাদের কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে। এ সময় পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন চালু থাকবে জানিয়ে তিনি বলেন, এখানে নাগরিকত্ব যাচাইয়ের বিষয় থাকায় ভেরিফিকেশন উঠিয়ে দেয়া যাচ্ছে না।
এ সময় বই বিতরণ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বই দেশেই ছাপানো হচ্ছে। চলতি মাসের মধ্যেই সব বই ছাপা ও বিতরণ সম্ভব হবে। এ সময় বই ছাপানোর ক্ষেত্রে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর রাজনৈতিক দল যদি মনে করে, অন্তবর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত তাহলে ভোটের জন্য সরকার আরও ৬ মাস সময় নেবে।