বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের মিলনমেলা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৪:২৫:৪৪ অপরাহ্ন
ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে: ব্রেসিয়া বিএনপির প্রবীণ নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব আবু মোহাম্মদ বাবুলের সভাপতিত্বে ও মিলান বিএনপি’র প্রবীণ নেতা এবং বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের যুগ্ন আহবায়ক জাকির হোসেনের পরিচালনায় এক মিলনমেলা সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি কুমিল্লা উত্তর এবং বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের প্রতিষ্ঠাতা ও সম্মানিত আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম খান। প্রধান বক্তা ছিলেন বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের সিনিয়র সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী জার্মান বিএনপি নেতা আবু হানিফ।
শুভেচ্ছা বক্তা ছিলেন সদস্য বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের সদস্য, ভিছেন্সা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আবু হানিফ জার্মানি, এবিএম আসাদ তরিনো, মাহবুবুল ইসলাম অস্ট্রিয়া, কাজী সাত্তার ভিছেন্সা, জুয়েল পাশা মিলান, শফিকুল ইসলাম মাসুদ, আবু বকর সিদ্দিক সরকার ও জামাল সরকার তরিনো, বাদশা ভূঁইয়া ব্রেসিয়া, জাফর আহমেদ, শিবলী সাদিক, শরীফ হোসেন, আনিসুর রহমান, জাকির খন্দকার, আফতাব উদ্দিন শাকিল, আরিফ হোসেন ভিছেন্সা থেকে।
শুভেচ্ছা বক্তা কাজী সাত্তার ও প্রধান বক্তা সেলিম খান সহ সকল বক্তাই এই সংগঠনের গুরুত্ব এবং কর্মপন্থা বিষয়ে আলোচনায় তিনটি জেলা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা নিয়ে গঠিত বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপ, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত সকলের মাঝে যাতে এ সংগঠন সেতুবন্ধন হিসেবে কাজ করে প্রতিষ্ঠিত হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। আগামীতে প্রভিন্স ভিত্তিক এ সংগঠনের কার্যক্রম কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে নানান অভিমত তুলে ধরেন।
পরিশেষে উক্ত সভার সভাপতি আবু মোহাম্মদ বাবুল সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই প্রীতিভোজ গ্রহণ করেন।