নির্বাচনের তারিখ নিয়ে ব্রিটিশ এমপি রূপা হককে যা বললেন ড. ইউনূস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫, ৯:৫৩:৪৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ এমপি রূপা হক পরবর্তী নির্বাচনের সম্ভাব্য তারিখ, সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে ড. ইউনূসের কাছে জানতে চান। জবাবে ড. ইউনূস বলেন, পরবর্তী নির্বাচনের জন্য ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে জনগণ কতটা সংস্কার চায় তার ওপর ভোটের তারিখ নির্ভর করছে।
শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হক সাথে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সেই নির্বাচনগুলোর মাধ্যমে একটি ভুয়া সংসদ, এমপি এবং স্পিকার তৈরি হয়েছিল। জনগণের কণ্ঠকে জোরপূর্বক দমন করা হয়েছিল। এখন দেশবাসী তাদের কণ্ঠ ফিরে পেয়েছে।
এ সময় ব্রিটিশ এমপি রূপা হক পরবর্তী নির্বাচনের সম্ভাব্য তারিখ, সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে ড. ইউনূসের কাছে জানতে চান। জবাবে ড. ইউনূস বলেন, পরবর্তী নির্বাচনের জন্য ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে জনগণ কতটা সংস্কার চায় তার ওপর ভোটের তারিখ নির্ভর করছে।
এ সময় বৃটিশ এমপি রূপা হক বলেন, বাংলাদেশকে দেখে আমি সত্যিই অনুপ্রাণিত। আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে এই দেশে আসতে চাই।