জনপ্রিয় নিউজ পোর্টাল ‘সুপ্রভাত মিশিগান’-র ৭ বছর পূর্তি উদযাপিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫, ৮:১৩:৩৮ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মিশিগানের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সুপ্রভাত মিশিগান’র ৭ বছর পূর্তি উৎযাপিত হয়েছে।
গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলী কালচারাল সেন্টারে অবস্থিত পত্রিকার কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে।
সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য্য এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরীর সঞ্চালনায় উক্ত উনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি শামীম আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাব মিশিগানের সাবেক সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ শাহেদুল হক, শিব মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, সুপ্রভাত মিশিগানের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ডিবিসি নিউজের আশিক রহমান, টিবিএন২৪ এর তোফায়েল রেজা সোহেল, বাংলা ভিশনের সাহেল আহমদ, মোরারজী শর্ম্মা রিঙ্কু প্রমুখ।
বক্তারা বলেন, ৬ বছর আগে প্রবাসী বাঙালির মুখপত্র হিসেবে পত্রিকাটির পথচলা শুরু হয়েছিল। সাফল্যের সঙ্গে ছয় বছর পেরিয়ে আজ ৭ বছরে পা রেখে পূর্ণতা দিতে পেরেছে। কারণ সুপ্রভাত মিশিগান স্থানীয় সংবাদের পাশাপাশি বাংলাদেশের কৃষ্টি কালচারসহ বিভিন্ন সংবাদ প্রকাশ করছে। অন লাইন পোর্টালটি সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে সু প্রভাত মিশিগান।
আলোচনা পর্ব শেষে উপস্থিত সুধীজন ও অতিথিদের সাথে নিয়ে কেকে কেটে ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয় ।পরে বর্ষবরণ অনুষ্ঠানে মিশিগানের জনপ্রিয় কন্ঠশিল্পী পৃথা দেবসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।