শমশেরনগর হাসপাতাল কমিটি ইউকের সভাপতি সৈয়দ মাসুমের ডক্টরেট ডিগ্রি লাভ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫, ৮:৫৫:১৪ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন শমশেরনগর হাসপাতাল কমিটি ইউকের সভাপতি বিশিষ্ট গবেষক কবি সৈয়দ মাসুম ইউরোপের একটি স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনস্থ ইন্টারন্যাশন্যাল বিজনেস স্কুল অব স্কান্ডেনেভিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।
অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সৈয়দ মাসুম সিলেট এম সি কলেজ, যুক্তরাজ্যের স্যান্ডওয়েল কলেজ ও আর্ডেন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি দীর্ঘদিন কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা কলেজে অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।
চার দশকের বেশি সময় ধরে লেখালেখি ও সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ড. সৈয়দ মাসুমের কমলগঞ্জ উপজেলার ইতিহাস ও ঐতিহ্য, বিলেতে কমলগঞ্জের শতজন, ইটা রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস, বিলেতে রেষ্টুরেন্ট শ্রমিকদের যাপিত জীবন: একাল ও সেকাল, বাংলাদেশ থেকে বার্মিংহাম: বাংলাদেশিদের দিনকাল প্রভৃতি গবেষণামূলক গ্রন্থের পাশাপাশি বিসর্গ বন্ধনে, বিধ্বস্ত প্রাচীর, অরক্ষিতার আর্তনাদ সহ বেশ কয়েকটি কবিতা গ্রন্থ রয়েছে। লন্ডন থেকে প্রকাশিত বাংলাভাষার অন্যতম সমাদৃত লিটলম্যাগ স্বচিন্তার তিনি সম্পাদক। এছাড়া যুক্তরাজ্য থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলামেইল পত্রিকার সাহিত্য সম্পাদক হিসাবে তিনি দেড় দশক ধরে কর্মরত আছেন।
আরো পড়ুন ➡️ টিউলিপকে লন্ডনে ১০ কোটির ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী
সামাজিক কর্মকান্ডে ওতপ্রোতভাবে জড়িত কমলগঞ্জের কৃতি সন্তান ড. সৈয়দ মাসুম দি সোসাইটি অব বাঙালি রাইটার্স ইউকের প্রধান সমন্বয়ক, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম মিডল্যান্ডসের প্রথম যুগ্ম আহবায়ক, মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সাধারণ সম্পাদক, বাংলাদেশস্থ জাহানারা-বাহার একাডেমির প্রতিষ্ঠাতা, সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাষ্টের পেট্রন, কমলগঞ্জ প্রেসক্লাব ও গ্লোবাল পরিবেশবাদী আন্দোলন অমরাবতির আজীবন সদস্য, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ও আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) এর উপদেষ্টা সহ বেশি কিছু সাহিত্য, সাংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া ও উন্নয়নমূলক সংগঠনের সাথে কাজ করছেন।
কাজের স্বীকৃতিস্বরূপ ড. সৈয়দ মাসুম ইতিপূর্বে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পদক সহ বেশ কয়েকটি পুরুস্কারে ভূষিত হয়েছে।
ড. সৈয়দ মাসুম এর দেশের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাধীন খুশালপুরে। তিনি সিলেট বিজয়ী হজরত শাহ্ জালাল (রহঃ) এর সফরসঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর অধস্তন বংশধর।