রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৬:৫৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। পটিয়া উপজেলা ছাত্রলীগের ব্যানারে সংগঠনটির ৭৭তম বার্ষিকী পালন করা হয় গতকাল শুক্রবার রাতে। উপজেলার কুসুমপুরা ইউনিয়নের অজ্ঞাত একটি বাড়ির ছাদে এ কেক কাটে নেতাকর্মীরা। এ সময় তারা নানা স্লোগান দেয়।
রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা শুরু হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, জয় বাংলা বাহিনী শিরোনামে একটি ডিজিটাল ব্যানার ছিল।
ব্যানারে বড় করে ছবি স্থান পায় কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা খোরশেদ আলমের। তিনি গত ৫ আগস্টের পর থেকেই পলাতক।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘রাতের আঁধারে কোথাকার কোন বিল্ডিংয়ের ছাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী জড়ো হয়ে তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। খবর পেয়ে পুলিশের টিম উপজেলার বিভিন্ন স্থানে টহল জোরদার করে। তবে কোথাও তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’