কেউ লাল চোখে তাকালে বরদাস্ত করব না: জামায়াত আমির
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৪:১৬:৫১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়।’
তিনি বলেন, ‘আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে সেটা আমরা বরদাস্ত করব না। আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না। আমরা সম মর্যাদার ভিত্তিতে বৈদেশিক সর্ম্পক রাখতে চাই।’
আজ শুক্রবার সকাল ১০টায় নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার তাদের সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, যা দেশের জাতীয় বাজেটের পাঁচ গুণ। তারা তাদের আমলে জামায়াতের নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ, বাড়িঘর অফিস আদালত লুট করে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। শুধু জামায়াত নয় দেশপ্রেমিক প্রতিটি দল ও সাধারণ মানুষের উপরেও এমন নির্যাতন করেছে। তারা জামায়াতের নিবন্ধন বাতিল করেছে, জামায়াতকে নিষিদ্ধ করেছে। দেশের হাজারো আলেম ওলামাকে হ্যান্ডকাপ পরিয়ে টেঁনেহিচড়ে জেলে নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন আবার প্রয়োজনে কেড়ে নেন। গণভবনে সেদিন রান্না হয়েছিল কিন্তু কপালে সেই খাবার লেখা ছিল না। আওয়ামী লীগ তিনটি নির্বাচনের নামে তাণ্ডব চালিয়েছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না। যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না তাদের আবার কীসের নির্বাচন।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আওয়ামী লীগ এই দেশের ১৮ কোটি মানুষকে প্রতিপক্ষ ভেবে নির্যাতন করেছে। মানুষের জন্য তাদের মায়া ভালোবাসা ছিল না বলেই আন্দোলনের সময় নির্বিচারে ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছে। জামায়াত এই আন্দোলনের সকল শহীদের বাড়িতে পৌঁছাতে চেষ্টা করেছে। আহতদের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারকে আরও আন্তরিকাতর সাথে আহতদের পাশে দাঁড়ানোর দাবি জানান তিনি। তিনি আশা করেন দ্রততম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যার যার জায়গায় চলে যাবেন।
নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সাদেকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, পাবনা জেলা আমির আবু তালেব মন্ডল, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম রাসেল ও অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম এবং নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আফতাব আলী প্রমুখ।
বিকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নাটোর জেলা পরিষদ (অনিমা চৌধুরী) মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য রাখেন। সুধী সমাবেশে চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশ নেন।