মহিলা সংস্থা ইতালির আয়োজনে বর্ষবরণ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ১২:২৯:১৬ অপরাহ্ন
মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: একাত্তরের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও মুক্তিযোদ্ধের চেতনা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইতালিতে বিজয়ফুল কর্মসূচি, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, শীতকালীন পিঠা উৎসব ও নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা সংস্থা ইতালি।
রাজধানীর রোমে রসই রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি
সৈয়দা মাসুদা আক্তার এর সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেহানা সামিরা ও প্রচার সম্পাদক রিমা আক্তারের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক সুবর্ণা শারমিনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জামিলা মঞ্জুরী, সহ সভাপতি জাকিয়া উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ফাহমিদা সুলতানা লিপি, সিএসবি কাফ এর কর্ণধার ইকবাল বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হেদায়েতুল ইসলাম, শাহীন খলিল কাউসার, ধুমকেতু স্যঝসাল অর্গানাইজেশনের মৌসুমী মৃধা, ওমেন্স পাওয়ার সংগঠনের সদস্য রিনা আক্তার, কাজী ফেরদৌসী শিল্পী, রোজি আক্তার, রুমানা আক্তার প্রমুখ।
অতিথিরা বলেন বহির্বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের কাছে বিজয় ফুল হয়ে ওঠেছে মুক্তিযুদ্ধের প্রতীক। আর এই প্রতীক প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের মধ্য ছড়িয়ে দিতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের সাংস্কৃতিকে পরিচিত করিয়ে দিতে এ বিজয়ফুল কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।
এসময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন আলেয়া বেগম, লিজা জামান, শম্পা হোসাইন , সুলতানা রহমান, ফেন্সি বেগম, সুব্রিনা আক্তার, ইয়াসমিন আক্তার, রানু বেগম, রেশমা আক্তার, মাসুম মুক্তা ,লায়লা নিলয়, তাহসিন কাদের, রুমি স্বপন, নিশাত সুলতানা পাপড়ি, ফারিয়া আখি, কানিজ ফাতেমা, ফাতেমা আক্তার, নুসরাত জাহান, পরশমনি, সুমি বেগম সহ আরো অনেকেই।
তারা বলেন ‘আমরা দেশে বা প্রবাসে যেখানেই থাকি না কেন, আমাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে হবে। আমাদের দেশের কৃষ্টি, সংস্কৃতির সঠিক ইতিহাস আমাদের বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দিতে আমাদের শীতকালীন পিঠা উৎসব ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন। আর প্রবাসে এই ধরনের কর্মসূচি ও আয়োজন গুলো আমাদের বেশি বেশি করা প্রয়োজন।