গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন অব মিশিগান এর নির্বাচন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৫, ২:১৪:৫২ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন অব মিশিগান এর নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ আলী জামাল সেক্রেটারি মোঃ আরিফুর রহমান।
গত রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আলিফ রেষ্টুরেন্টে গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন অব মিশিগান এর নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন হাজী শফিকুল ইসলাম মেম্বার এবং এ্যাডভোকেট ফজলুল হক।
২ বছর মেয়াদী এই নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসাবে মোহাম্মাদ আলী (জামাল), ভাইস প্রেসিডেন্ট আজহারুল চৌধুরী, সেক্রেটারী মোঃ আরিফুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম কিবরিয়া, অর্গানাইজেশান সেক্রেটারি শাফিউল আলম, সহকারী অর্গানাইজেশান সেক্রেটারি গিয়াস উদ্দিন মিশন, ট্রেজারার শরিফুল হোসেন, সহকারী ট্রেজারার আরিফুল ইসলাম, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মোঃ সাজ্জাদুর ইসলাম, সহকারী ওয়েলফেয়ার সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম, কমিউনিকেশনস সেক্রেটারি নিয়াজুল চৌধুরী এবং সহকারী কমিউনিকেশন সেক্রেটারি মোঃ জাকির হোসাইন।
নির্বাচনে বিজয়ী হয়ে উক্ত সংগঠনের সভাপতির মোহাম্মাদ আলী (জামাল) তিনি বলেন আমাদেরকে সামনের দিনগুলি সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য সংগঠনের সবাই বিশেষ ধন্যবাদ। সেক্রেটারী আরিফুর রহমান বলেন সংগঠনের প্রতিটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার জন্য আশকরি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সংগঠনের পক্ষ থেকে আরো ভালো কাজ এবং সংগঠনকে গতিশীল রাখতে পারবো। গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন অব মিশিগান মুলতো সমাজসেবা মুলক কাজ করে থাকে বিশেষ করে ধর্মীয়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সহ বাংলাদেশে বিভিন্ন ভাবে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে।