‘বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে জুলাই ঘোষণাপত্র অসম্ভব নয়’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৫:৩২:০৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: জুলাই ঘোষণাপত্রের ড্রাফটিং শুরু হয়েছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয়।
বুধবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান এ কথা বলেন।
এসময় তিনি বলেন, নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান কার্যক্রম হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার শেষ করে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, যে কোন অভ্যুত্থানের পর ঘোষণাপত্র স্বাভাবিক বিষয়।
সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেওয়া হোক। তাই সবার সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্ররাও চাচ্ছে সবার ঐকমত্য। জুলাই ঘোষণাপত্রের ড্রাফটিং শুরু হয়েছে।
শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রোক্লেমেশন লেখা শেষ হবে। তবে ১৪ দিনের মধ্যে ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয়।
সংস্কার নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, বিএনপি বলেছে সংস্কারের প্রয়োজন আছে, তারাও লিখিত মত দিচ্ছেন। তবে সংস্কার কতটা ব্যাপক হবে, তা নিয়ে আলোচনা চলছে।
কেউ বলছে মৌলিক সংস্কার আগে, কেউ বলছে নির্বাচন কিন্তু সরকারের কাছে সবই গুরুত্বপূর্ণ।
গত ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কথা জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে গত সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে।