ইংরেজি নববর্ষ ২০২৫ শুরু হল, শুভেচ্ছা সবাইকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ১:৫৮:১৪ অপরাহ্ন
ইংরেজি নববর্ষ ২০২৫ শুরু হল। অতীতের সকল ভ্রান্তি, চাওয়া, না পাওয়া সবকিছু পিছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। যোগ আর বিয়োগ জীবনে থাকেই। আমাদের রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতি আমাদের জন্যে সফলতা আনুক নতুন বছরে।
ইতিবাচক পথ বেছে নিতে হবে আমাদের রাজনীতিকদের। ব্যক্তি, দল বা গোষ্ঠীর অবিমৃষ্যকারিতার দ্বারা রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় না আসুক।
এ কথা অসত্য নয় যে, গণতন্ত্র ও সুশাসনের যৌথ শপথে বিশ্বের অগ্রগতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে।
সংঘাত ও সংঘর্ষকে পরিত্যাগ করে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করতে হবে। আশা ও শঙ্কার দোলাচলে যে নতুন বছর এসে গেল, তাকে মেঘমুক্ত করে আলোকিত ঠিকানায় পৌঁছে দেওয়ার দায় আমাদের সকলের।
সবাইকে ইংরেজি তথা গ্রেগরীয় নববর্ষের শুভেচ্ছা।
সম্পাদক