রসুল (সা.)-এর রওজা জিয়ারত ও আদব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৪:৪২:৩৮ অপরাহ্ন
হাফেজ মাওলানা আশিকুর রহমান আশিকে হায়দার
মসজিদে নববির সবুজ গম্বুজটির নিচে রসুল স. এর রওজা শরিফ।
রসুল স. শুয়ে আছেন মদিনার রওজায় আতহারে। নবিপ্রেমিকরা শাফায়াত পাওয়ার জন্য তার রওজা শরিফ আদব, সম্মান ও ভক্তির সঙ্গে জিয়ারত করে থাকেন। রওজা শরিফ জিয়ারতের কিছু আদব হলো—
১. মনের ভেতর ইমান ও রসুল প্রেম অন্তরে বিদ্যমান রাখতে হবে।
২. মদিনার দিকে যত আগ্রসর হবেন দরুদ শরিফ তত বেশি পড়তে হবে।
৩. মদিনা শরিফে প্রবেশের সময় দরুদ শরিফ পাঠ করার পর পড়তে হবে ‘আল্লাহুম্মা হাজা হারামু নাবিয়্যিকা ফাজায়ালাহুনি ওকায়াতিম’।
৪. প্রবেশের পর নিজের আসবাবপত্র অবস্থানস্থলে রেখে সুন্দর করে গোসল করে ভালো পোশাক পরিধান করে সুগন্ধি লাগিয়ে রওজা শরিফের দিকে রওনা হবেন।
৫. রওজা শরিফের পাশ দিয়ে অতিক্রম করা সম্ভব না হলে প্রথমে মসজিদে নববিতে বাবে জিবরাইল বা অন্য কোনো দরজা দিয়ে আদবের সঙ্গে প্রবেশ করবেন।
মদিনা শরিফে মসজিদে নববিতে রসুল স. এর রওজা (আরবিতে- রাওদা আল শরিফ বা রাওজায়ে আতহার)।
৬. মসজিদে নববিতে প্রবেশের পর মিম্বার ও রাওজা শরিফের মাঝামাঝি স্থানে দুই রাকাত নফল নামাজ পড়বেন। সময় পেলে দুই রাকাত শুকরিয়া নামাজ পড়ে প্রাণ খুলে দোয়া করবেন। এরপর রওজা শরিফের দিকে বিনয়ের সঙ্গে অগ্রসর হবেন।
৭. রওজা শরিফে প্রবেশ করে আদব ও ভক্তির সঙ্গে পায়ের দিক থেকে রসুল (সা.)-এর শিয়রের নিকট আসবেন।
৮. রসুল (সা.)-এর চেহারা মুবারক বরাবর দাঁড়িয়ে রওজাকে সামনে রেখে বিনয়ের সঙ্গে ভক্তি ও ভালোবাসা নিয়ে দাঁড়াবেন।
৯. রসুল (সা.)-এর সমিপে দুরুদ সালাম পেশ করবেন এই বলে ‘আসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুলুল্লাহ’।
১০. সর্বসময় হৃদয়ে মহব্বত রসুল (সা.)-এর রওজার দিকে রাখবেন।
১১. এক হাত ডানে শুয়ে আছেন রসুল (সা.)-এর প্রিয় সাথি হজরত আবু বক্কর (রা.) আবার একহাত বামে শুয়ে আসেন হজরত উমর (রা.)। তাদেরকে প্রাণভরে সালাম প্রদান করবেন।
১২. পুনরায় রসুল (সা.) মুখোমুখি দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করে প্রভুর দরবারে আকুতি ও মিনতি দিয়ে চোখের অশ্রু ফেলে রসুল (সা.)-এর ওসিলা করে মন ভরে দোয়া করবেন।
১৩. বিদায় নেওয়ার সময় আদবের সঙ্গে আস্তে আস্তে বের হতে হবে।
১৪. বের হয়ে জান্নাতুল বাকি জিয়ারত করে সকল উম্মতের জন্য দোয়া করবেন।
১৫. রসুল (সা.)-এর রওজা জিয়ারতের সুযোগ পাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় এবং বারবার জিয়ারতের সুযোগ দানে প্রভুর দরবারে আকুতি জানাতে হবে।
সূত্র :ফাতাওয়ায়ে আলমগিরি, ফাতাওয়ায়ে শামি, ফাতাওয়ায়ে হিন্দিয়া, শরহুল মাওয়াহিব;
লেখক: খতিব, গাউছিয়া হায়দারি জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর