বড়লেখায় আইডিয়াল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফলাফল প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ৮:০৪:৪২ অপরাহ্ন
আশফাক আহমদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের বড়লেখায় সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার(২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসার হল রুমে সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আমিনুল ইসলাম।
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জিয়াউর হক-এর সভাপতিত্বে ও মাদরাসার শাখা-০১ এর ইনচার্জ মাওলানা হোসাইন আহমদ এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ এমাদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আসহাব উদ্দিন জুয়েল, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য লিয়াকত হাসান, মাদরাসার সাবেক শিক্ষক ও বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশফাক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদরাসার আরবি প্রভাষক হাফিজ সাইফুল আলম, সহকারী শিক্ষক মাষ্টার সরফ উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক কবির আহমদ।
পরে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্লে থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ প্রতি ক্লাসের ১ম,২য়,৩য় ও এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।