নিউইয়র্কে বেথেল ব্যাপ্টিষ্ট চার্চে বাঙালিদের বড়দিন উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৩:২৯ অপরাহ্ন
হাকিকুল ইসলাম খোকন: যথাযোগ্য মর্যাদায় আমেরিকায় শুভ বড়দিন উদযাপন করা হয়েছে। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিউইয়র্কের বেথেল ব্যাপ্টিষ্ট চার্চে বাঙালিদের প্রার্থনাসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন। যথাযোগ্য মর্যাদায় সারা আমেরিকায় খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপিত হয়েছে।
বুধবার সকাল থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। গির্জায় গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা, যেখানে ধর্মপ্রাণ খ্রিস্টানরা অংশ নেন। পরিবার ও বন্ধুবান্ধবের মধ্যে উপহার বিনিময় করা হয়, যা ভালোবাসা ও আত্মিক বন্ধনের নিদর্শন। বড়দিনের আনন্দ কেবল খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, অন্যান্য ধর্মের মানুষজনও এতে আনন্দ ভাগাভাগি করেন।
বড়দিন উপলক্ষে নিউইয়র্কসহ সারা আমেরিকার গির্জায় সমবেতভাবে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা, আলোক প্রজ্বালন, কেক কাটা ও ধর্মীয় সংগীত পরিবেশনসহ নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব উদ্যাপন করা হয়। ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে গির্জার ভেতরে বর্ণাঢ্য সাজসজ্জায় প্রতীকী গোশালা বসানো হয়। বেথলেহেমের গরিব কাঠুরের গোয়ালঘরে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের জন্মের কথা স্মরণ করে ধর্মীয় আবহ সৃষ্টি করতে এই গোশালা বসায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ঐতিহ্যবাহী ও জাঁকজমকপূর্ণ এ সাজসজ্জায় রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয় দৃষ্টিনন্দনভাবে। বিশেষ প্রার্থনা ও খাবারের আয়োজন রাখা হয়।
বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে শোভা পেয়েছে বর্ণাঢ্য আলোকসজ্জা। প্রার্থনাকালে ধর্মীয় গুরু আর্চ বিশপরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে বলেন, বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ২৫ ডিসেম্বর বিশ্বাসভরা অন্তরে গভীর আশা ও আনন্দ নিয়ে ক্রিসমাস অর্থাৎ বড়দিন উদ্যাপন করে। প্রভু যিশু শিক্ষা দেন, ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন। সূর্যের আলো ও বৃষ্টির ধারা যেমন সবার ওপর ঝরে পড়ে, ঠিক তেমনি ঈশ্বরের ভালোবাসা সবার জন্য উন্মুক্ত ও অবারিত।
শুভ বড়দিন উপলক্ষে নিউইয়ার্ক বেথেল ব্যাপ্টিষ্ট চার্চে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে ২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার,সকাল সাড়ে ১১টায় বড়দিন এর পবিত্র উপাসনা । ঈশ্বরের জীবন্ত বাক্য, স্তব-স্তুতি-আরাধনা ও প্রশংসায় মুখরিত ছিল পবিত্র উপাসনা। পবিত্র আত্মার উপস্থিতি ও ইম্মানুয়েলের আশীর্বাদে সবাই সিক্ত হন ।উপাসনা সার্বিকভাবে উপস্থাপনা ও পরিচালনা করেন চার্চের পাষ্টার রেভা: লিটন অধিকারী । কয়ার পরিচালনা করেন, মায়া মধু । পবিত্র বাইবেল থেকে পাঠ করেন নীলিমা বেনেট।
শুভেচ্ছা বক্তব্য ও বড়দিনের তাৎপর্যের উপর কথা বলেন চার্চের পালক রেভাঃ লিটন অধিকারী । সমগ্র বিশ্বের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন শিল্পী। ধন্যবাদ জ্ঞাপন করেন ডরোথী অধিকারী। ঈশ্বরের জীবন্ত বাক্য প্রচার করেন মাইকেল মধু চার্চের সেক্রেটারী। ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্যদিয়ে সবাই প্রীতিভোজে অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে বড়দিনের কীর্তনে মুখরিত ছিল উপাসনা ।
নিউইয়র্কে বেথেল ব্যাপ্টিষ্ট চার্চে বাঙালিদের বড়দিন উদযাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ এডিটর এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, নিউজ পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবি ও ছোটমনি ফ্রাংকলিন খোকন আরমান। ফেসবুকের সকলবন্ধু সহ, বাংলাদেশ-আমেরিকা, ও বিশ্বের প্রতিটি মানুষকে “বড়দিন” এর খ্রীষ্টিয় প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন বলেছেন রেভা: লিটন অধিকারী, পাষ্টার বেথেল ব্যাপ্টিষ্ট চার্চ, নিউইয়র্ক ।