ময়মনসিংহের ত্রিশালে পক্ষাঘাতগ্রস্থদের সমাজভিত্তিক পুনর্বাসনে অকুপেশনাল থেরাপি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৪, ৬:২৬:২৫ অপরাহ্ন
মুরাদ হোসেন, বিএইচপিআই থেকে হাবিপ্রবি সংবাদদাতা: পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-এর একাডেমিক প্রতিষ্ঠান বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনস্টিটিউট (বিএইচপিআই)-এর অকুপেশনাল থেরাপি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান এবং প্রভাষক আমিনা রহমানের তত্ত্বাবধানে তৃতীয় বর্ষের ২৪ জন শিক্ষার্থী কমিউনিটি বেইসড রিহ্যাবিলিটেশন (সিবিআর) প্লেসমেন্ট কার্যক্রম সম্পন্ন করেছেন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১৩টি গ্রামে তারা তিন দিনব্যাপী জরিপ পরিচালনা করেন, যেখানে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করা হয়।
জরিপে ত্রিশাল উপজেলার জঙ্গলবাড়ি, লাঙ্গল-শিমুল, কান্দানিয়া, কোনাবাখাইল, নিজবাখাইল, সতরপাড়া, বাদামিয়া, কুরুয়াগাছা, অলহরি, ঘুঘুরচালা, চকপাঁচপাড়া, পাঁচপাড়া এবং দাসপাড়া গ্রামের প্রতিটি বাড়ি পরিদর্শন করা হয়। এতে ৪১৮ জন প্রতিবন্ধী ব্যক্তি চিহ্নিত হন, যার মধ্যে ৫২% পুরুষ এবং ৪৮% মহিলা।
এছাড়াও জরিপের তথ্য অনুযায়ী সনাক্তকৃত প্রতিবন্ধিতার ধরন- স্ট্রোক ১৯.৬%, সেরিব্রাল পালসি ১৭.৭%, ডাউন সিনড্রোম ২.২%, পায়ের ডিফরমিটি ১.৭%, হাড় ভাঙ্গা বা ফ্র্যাকচার ৩.৮%, আর্থ্রাইটিস ১৩.২%, পারকিনসনস ডিজিজ ০.৫%, মেরুরজ্জুতে আঘাত ৪.১%, অটিজম ১.৯%, বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী ২.২%, মাসকুলোস্কেলিটাল সমস্যা ৫%, হ্যান্ড ডিফরমিটি ৩.৬%, নিউরোমাসকুলোস্কেলিটাল সমস্যা ১.৪%, মানসিক রোগ ৪.৫%, বুদ্ধি প্রতিবন্ধিতা ৫.৭%, অন্যান্য ১২.৯%।
এই উপজেলার ১৩টি গ্রামের পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১৮ জন প্রতিবন্ধী ব্যক্তির জন্য মাত্র একজন অকুপেশনাল থেরাপিস্ট ছিলেন। এই সীমিত সংখ্যক অকুপেশনাল থেরাপিষ্ট ৭৫ জন ব্যক্তির বাড়িতে গিয়ে বিনামূল্যে অকুপেশনাল থেরাপি সেবা প্রদান করেন যা প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন কার্যক্রমে স্বাবলম্বী হতে সহায়তা করে।
অকুপেশনাল থেরাপিষ্টগন থেরাপির পাশাপাশি, ওই ব্যক্তিদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ লোকাল রিসোর্স যেমন: বাঁশ, কাঠ, প্লাস্টিক ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন সহায়ক উপকরণ তৈরি করেন যার মধ্যে রয়েছে স্প্লিন্ট, প্যারালাল বার, মডিফাইড এডিএল ইকুইপমেন্ট, ওয়াকিং ফ্রেম এবং মডিফাইড সিটিং চেয়ার এবং বিভিন্ন থেরাপিউটিক ইকুইপমেন্ট। প্রতিটি সহায়ক সামগ্রী তাদের শারীরিক সমস্যার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। সেইসঙ্গে, পরিবেশগত চাহিদা পূরণে হুইলচেয়ার ব্যবহারকরীদের জন্য র্যাম্প নির্মাণ, টয়লেট মডিফিকেশন এবং প্রতিবন্ধকতার ধরন ও প্রকটতার উপর ভিত্তি করে বিভিন্ন পরিবর্তন আনা হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দেওয়ার পাশাপাশি, সামাজিক বাধা দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। যেমন: কুসংস্কার, ভ্রান্ত ধারণা, এবং অবহেলা দূর করতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৫০ এর অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া গ্রামগুলোতে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে ১২টি উঠান বৈঠকের আয়োজন করেন যেখানে প্রায় ২০০ এর অধিক অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে অকুপেশনাল থেরাপি ও পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়, যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে এনে তাদের জীবনের মানোন্নয়ন করা যায়।
অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবা সম্পর্কে বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনস্টিটিউটের (বিএইচপিআই) অকুপেশনাল থেরাপি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, অকুপেশনাল থেরাপি এমন একটি বিজ্ঞানসম্মত পুনর্বাসন পদ্ধতি, যা ব্যক্তির শারীরিক, মানসিক ও সামাজিক সীমাবদ্ধতা দূর করে তাকে স্বনির্ভর এবং কর্মক্ষম হতে সাহায্য করে। বাংলাদেশে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়তার জন্য অকুপেশনাল থেরাপির চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু রোগীর তুলনায় থেরাপিস্টের অপ্রতুলতা সেবার বিস্তারে বড় বাধা। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অকুপেশনাল থেরাপি কার্যক্রম চালু করার মাধ্যমে এ সেবা কার্যক্রমকে আরো বৃদ্ধি করা অপরিহার্য বলে মনে করি।
বিএইচপিআই-এর প্রভাষক আমিনা রহমান বলেন, অকুপেশনাল থেরাপি ব্যক্তির শারীরিক, মানসিক এবং সামাজিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার একটি কার্যকর পদ্ধতি। এটি দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে দক্ষতা বৃদ্ধি করে, যার ফলে ব্যক্তি স্বাবলম্বী হয়ে কর্মজীবনে অবদান রাখতে পারে। দেশের উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে এই থেরাপি অপরিহার্য।
বেলা রিহ্যাবিলিটেশন সলিউশন পয়েন্টের পরিচালক শহিদুল ইসলাম বলেন, “ত্রিশাল উপজেলায় অনেক ব্যক্তি আছেন, যারা বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার। সিআরপি থেকে আগত শিক্ষার্থীদের দেওয়া অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবা আমাদের ত্রিশাল উপজেলার গরীব, অসহায় ও চিকিৎসা সেবা থেকে পিছিয়ে পড়া গ্রামীন জনগোষ্ঠির জন্য অত্যন্ত উপকারী হয়েছে বলে মনে করি সেই সাথে এই অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবা শুধু ত্রিশাল নয়, সারা দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনে স্বনির্ভর করে তুলতে অকুপেশনাল থেরাপির কোনো বিকল্প নেই।”