স্পেন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ৩:২৩:৪৪ অপরাহ্ন
সিদ্দিকুর রাহমান, স্পেন: আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৪ পালন করা হয়েছে। আমাদের সহকর্মী সিদ্দিকুর রাহমান জানান সোমবার (১৬ ডিসেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের একটি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের প্রবীণ ও তৃণমূল নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয় উঠে।
আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের সকল শহীদ এবং শহীদ জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিজভী আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম ,সহ সভাপতি একরামুজ্জামান কিরণ, কবির হোসেন, সাখাওয়ান হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বদরুল কামালী, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সুহাগ, হানিফ মিয়াজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ। যেকোনো জাতীয় ইস্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে ‘গণহত্যার মাস্টারমাইন্ড’ বলেও চিহ্নিত করেন তিনি।




