বড়লেখায় মসজিদ নির্মাণে মতবিনিময় সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ২:১০:৪২ অপরাহ্ন
আশফাক আহমদ বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বর্ণী ইউনিয়নের মোনারাই গ্রামে কাতারি নাগরিক শায়েখ খালেদ সালেহ আশ-শামলান ও শায়েখ ইউসুফ জাছিম আল-খোলাইফি এর অর্থায়নে নতুন মসজিদ নির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মসজিদের মুতাওয়াল্লী ফয়সল আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রকল্পের সমন্বয় কাতার প্রবাসী আসহাব উদ্দিন জুয়েল সহ অত্র এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরুব্বিয়ান।
সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে মসজিদের জায়গায় নির্ধারণ ও প্রকল্পের নামকরণ করা হয় উত্তর মোনারাই জামে মসজিদ (মসজিদ আল-কাউসার)। মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর আগামী ১ সপ্তাহ পর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয় কাতারি এক লক্ষ রিয়াল। যা কাতারি নাগরিক শায়েখ খালেদ সালেহ আশ-শামলান ও শায়েখ ইউসুফ জাছিম আল-খোলাইফি সাদকাহে যারিয়া হিসেবে অনুদান করবেন।
মতবিনিময় সভা শেষে কাতারি নাগরিক শায়েখ খালেদ সালেহ আশ-শামলান ও শায়েখ ইউসুফ জাছিম আল-খোলাইফি এবং শায়েখ আমির আল জাবেরী সহ অন্যান্য সংশ্লিষ্ট সবার মা-বাবার জন্য বিশেষ দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি হয়।