মাদ্রিদ মহানগর বিএনপি’র উদ্যোগে বিজয় দিবস পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩:৪০ অপরাহ্ন
সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে: যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদ্রিদ মহানগরের উদ্যোগে ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সোমবার রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে বি এন পি’র তৃণমূল নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় দিবসের উপরে আলোচনা রাখেন বি এন পি’র দায়িত্বশীলবৃন্দ।
সভায় মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পেন বি এন পি’র সভাপতি জামাল উদ্দিন মনির, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল।
কানাডা: অন্টারিওতে বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত
মাদ্রিদ মহানগরের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মহি উদ্দিন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র নেতা মিল্টন ভূইয়া কচি, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আব্দুল মতিন, শহিদুল ইসলাম, আব্দুল মজিদ সুজন, জাহিদ হাসান, মানিক ব্যাপারী, মিনহাজ আহমেদ, সাঈদ আহমেদ, শাপিন মজুমদার, জহির আহমেদ, শাহ আলম প্রমুখ। সভায় জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন স্পেন বি এন পি’র সভাপতি জামাল উদ্দিন মনির।