বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের গ্রেজুয়েটস এডওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৪:৫০ অপরাহ্ন
লন্ডন অফিস: ইস্ট লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে গত ১৪ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ৫ম গ্রেজুয়েটস এডওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ট্রাস্টের সভাপতি মহিব উদ্দিনের স্বাগত বক্তব্য, সেক্রেটারি দিলোয়ার হুসেন ও ট্রাস্টী পারভেজ শাহের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ সংসদ সদস্য স্টীফেন টিম ও রূপা হক।
সম্মানজনক এ অনুষ্ঠান ছিল হাউজফুল। প্রায় ৩০০ লোকের প্রাণবন্ত উপস্থিতি, মূহুর্মুহু হাততালি ও ড্রামের শব্দে অনুষ্ঠানটি রূপ নেয় গৌরবান্বিত বাঙালির এক মিলন মেলায়। লন্ডন ছাড়াও বিভিন্ন শহর থেকে বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন এতে।
অনুষ্ঠানে ৪৮ জন বৃটিশ-বাংলাদেশী যারা বৃটেনের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ২০২৩/২৪ সনে গ্রেজুয়েশন ও মাস্টার্স করেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। বৃটিশ বাংলাদেশী ছেলেমেয়েদের বিরল কৃতিত্বে কমিউনিটির এমন স্বীকৃতিতে আনন্দে অশ্রুসিক্ত হন অনেক অভিভাবক।
অনুষ্ঠানে নতুন ২৫ জন ট্রাস্টী ও ৪২ জন সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রায় ৩৫ জন স্পনসরদের সম্মাননা ট্রফি প্রদান করে ভবিষ্যতে তাদের সাপোর্ট প্রত্যাশা করা হয়।