সুফি সুফিয়ানের লেখা বিপ্লব অথবা সম্প্রীতির গান ‘এ-বেলা হারলে তুমি’ প্রকাশিত(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৪, ৯:৩০:১৬ অপরাহ্ন
সিলেট অফিস: বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে সুফি সুফিয়ানের লেখা বিপ্লব অথবা সম্প্রীতির গান ‘এ-বেলা হারলে তুমি’। গেয়েছেন কণ্ঠশিল্পী পাপ্পু। মিউজিক করেছেন সুজিত চক্রবর্তী সুরারোপ গীতিকার ও শিল্পীর যৌথ উদ্যোগে। প্রকাশিত হয়েছে ঝিঁঝিগানের চ্যানেলে।
প্রতিটি অভ্যূত্থানের পর মানবমনে যে, আকাঙ্ক্ষা তৈরি হয় তারই বয়ান দেওয়া হয়েছে গানটিতে। ডাক দেওয়া হয়েছে সম্প্রীতির।
মন্দির-মসজিদে সম্প্রীতি হোক
চাই না রাজপথে নাগরিক শোক
বিভেদের রশি ধরে জোরে মারো টান
মাটিতে শত রেখা-এক আসমান
‘এ-বেলা হারলে তুমি’ নিয়ে গীতিকার সুফি সুফিয়ান বলেন—‘এ গান মানুষের ভালোবাসার কথা বলে। যে ছাপছাপ অন্ধকার ডিঙিয়ে বার বার আলোর আশায় মানুষ জীবন দেয় তাদের আত্মত্যাগের কথা মনে রেখে সামনে এগিয়ে যাওয়ার কথা বলে। তাদের বিজয় ধরে রেখে আগামীর পথচলার কথা বলে। আন্দোলনই বিপ্লব নয়, সম্প্রীতি ধরে রাখাও এক ধরনের বিপ্লব। জুলাই অভ্যুত্থানের দিনের গান এটি।’
জীবনের নতুন পথ, নতুন সুর নির্মাণ করতে ব্যর্থ হলে মানুষের স্বপ্ন ব্যর্থ হবে। ব্যর্থ হবে জন-আকাঙ্ক্ষাও।
রুয়ে দাও স্বপ্ন-বেঁধে দাও সুর
তাড়িয়ে জীবন থেকে-পুরোনো অসুর
গাঢ় ব্যথা মুছে দিয়ে-রক্তজবার
বাজাও সাম্য সুর-কণ্ঠে সবার
এ-বেলা হারলে তুমি -বাঁচা হবে
দায় সোনার সবুজ খাবে
বিষপিঁপড়ায়
মনে রেখো..