বিশ্বনাথ ডেভেলপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকে-র দ্বিবার্ষিক সাধারণ সভা এবং নতুন কমিটি গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৮:৫৪:৪২ অপরাহ্ন
মাহফুজুর রহমান: সভাপতি, জিয়াউল হক জিয়া: সাধারণ সম্পাদক, মুজিবুর রহমান রাসেল: কোষাধ্যক্ষ।
লন্ডন অফিস: বিশ্বনাথ ডেভলপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকে এর দ্বিবার্ষিক সাধারণ সভা গত ৯ ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি আজিজুর রহমান।
এতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মাহফুজুর রহমান। বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া এবং ট্রাস্টের আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ শাহ সিরাজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, সহ সভাপতি আবদুর রব মাসুম, সেলিম আহমদ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান রাসেল প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহাদুর রহমান মোনায়েম।
কার্যকরী কমিটির সদস্য কবি শেখ শামসুল ইসলাম, আল আমান সুমন,আফিকুল ইসলাম,গৌছ আলী, ট্রাস্টি আজিজুর রহমান, আনোয়ার আলী, আবদুল কাইয়ুম, শুকুর আলী, আহমেদ আল জাকি, মকবুল আলী, সোহেল আহমদ, এড. রাসেল খান, নুর আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক ও ট্রেজারের আর্থিক রিপোর্ট অনুমোদন দিয়ে বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়। পরে মাহফুজুর রহমানকে পুনরায় সভাপতি, জিয়াউল হক জিয়াকে পুনরায় সাধারণ সম্পাদক ও মুজিবুর রহমান রাসেলকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করেন উপস্থিত ট্রাস্টিবৃন্দ। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী কিছুদিনের মধ্যে করা হবে বলে সবাই একমত পোষণ করেন। সবশেষে সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।