বার্মিংহামে দি ব্রিটিশ মুসলিম স্কুলের ৩য় হিফজ গ্র্যাজুয়েশন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৩:২৭ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): বৃটেনের অন্যতম বৃহৎ দ্বীনি প্রতিষ্ঠান বার্মিংহামের দি ব্রিটিশ মুসলিম স্কুলের ৩য় হিফজ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অ্যান্ড অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের স্যান্ডওয়েল গ্র্যান্ড জামে মাসজিদে বিশাল ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আলেম-উালামা সহ বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারি ১১ জন শিক্ষার্থী একে একে সুললীত কণ্ঠে তাদের মনোমুগ্ধকর কুরআনুল কারীমের তেলাওয়াত পরিবেশন করেন। মুহুর্তেই উপস্থিত শতশত মানুষের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন, আপ্লুত হন কুরআনের সুরের মূর্ছনায়। পরে শিক্ষার্থীদের মাথায় সফেদ পাগড়ী পড়িয়ে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান ও দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট ও লন্ডন ব্রিকলেন জামে মাসজীদের খতিব শাইখুল হাদীস হযরত আল্লামা নজরুল ইসলাম।
লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ খুরশিদ-উল হক ও দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা মোঃ মাহবুব কামালের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দারুল হাদীস লতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল ও আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, লতিফিয়া কারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল ও দারুল হাদীস লতিফিয়া লন্ডনের মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আশরাফুর রহমান, অ্যাসোসিয়েশন অব মুসলিমস স্কুল ইউকের চেয়ারম্যান মাওলানা আশফাক আহমদ, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের সেক্রেটারি জেনারেল মোঃ মিসবাউর রহমান, শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের ইমাম ও খতীব মাওলানা খাইরুল হুদা খান।
বৃটেনের কার্ডিফ থেকে সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান, পোগ্রামে অন্যান্যদের মধ্যে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক আহমদ, দি ব্রিটিশ মুসলিম স্কুলের গভর্নিং বডির সদস্য মাষ্টার আব্দুল মুহিত, হ্যান্ডসওয়ার্থ জামে মাসজীদের চেয়ারম্যান মোহাম্মদ এমদাদ হোসাইন, দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা গুলজার আহমদ,গাউছিয়া জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান, ওয়ালছল জালালিয়া ছুন্নি জামে মসজিদের খতিব মাওলানা নোমান আহমদ, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হুসাম উদ্দিন আল হুমায়দী, বার্মিংহাম আনজুমানে আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা বদরুল হক খান, সেক্রেটারি হাফিজ রুমেল আহমদ, সান্ডওয়েল আল ইসলাহর সেক্রেটারি হাফিজ আলী হোসেন বাবুল, ওয়ালাল আনজুমানে আল ইসলাহর সেক্রেটারি ক্বারী আবুল খয়ের, দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক তকিরুল ইসলাম, মাওলানা আখতার হোসাইন জাহেদ, মাওলানা দুলাল আহমদ, হাফিজ হোসাইন আহমদ, হাফিজ নাঈম আহমদ, মাওলানা আব্দুল মুনিম, মাওলানা আব্দুল গাফফার, মোঃ আব্দুল লতিফ, আলহাজ্ব মাহমুদ মিয়া (নিউ কাসল), আলহাজ্ব ইনসাফ আলী (নিউ কাসল), আলহাজ্ব হেলাল তাফাদার (টনটন), আলহাজ্ব সিরাজ খান (লুটন ), আলহাজ্ব মিজান খান (লুটন), আফতাব আহমেদ (নর্থহামপটান), বাংলাদেশ ইসলামিক সেন্টার লজেল্স এর প্রেসিডেন্ট আলহাজ্ব আজির উদ্দিন আবদাল, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল গফুর, বার্মিংহাম, লন্ডন, লুটন, মানচেষ্টার, নিউকাসল, নর্থহামপটান, লেষ্টার, কার্ডিফ, ব্রার্ডপোর্ড টনটন সহ বিভিন্ন শহর থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসল্লী, বিশিষ্ট উলামায়ে কেরাম ও কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মহিলাদের জন্য পৃথক ব্যবস্থাপনা ছিল। সান্ডওয়েল কাউন্সিলের লর্ড মেয়র সাইয়্যিদা আমেনা খাতুন উপস্থিত হয়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং স্কুলের সার্বিক কাজের ভূয়সি প্রশংসা করেন। পরিশেষে মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।