বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু, আহত ১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩:১৮ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দূর্ঘটনায় মুন্না আহমদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী মামুন আহমদ (৪৫) গুরুতর আহত হয়ে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দাসেরবাজার এলাকায় চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত মুন্না উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। আহত মামুন একই ইউনিয়নের সুড়িকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য ছালিক আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দাসেরবাজার এলাকায় মুন্নার মোটরসাইকেলের সাথে মামুনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মুন্না ও মামুন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর মুন্না রাত ১০:৩০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামুনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী হাসপাতালে নিহতের ময়নাতদন্ত হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।