বিশ্বনাথ: বীর মুক্তিযোদ্ধা মুনীর আহমদের ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ১:৫৩:৩৯ অপরাহ্ন
সিলেট অফিস: বিশ্বনাথের বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মুনীর আহমদ ১২ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৯টায় সিলেটের ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর মৃত্যুর কারণ হার্ট এ্যাটাক বলে জানা গেছে। মরহুমের জানাজার নামাজ আগামীকাল ১৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা তাঁর নিজ গ্রাম দৌলতপুরে হাসনাজি মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে জানাজায় সবার উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
মরহুম মুনীর আহমদ মুক্তিযুদ্ধের সময় ৪ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বিশ্বনাথের দৌলতপুর গ্রামের আরও সহযোদ্ধা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হামিদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আদ্রিস খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সীতাব আলী, বীর মুক্তিযোদ্ধা আজম আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রইস আলী প্রমুখ।
অনুপম নিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: মনির উদ্দিন চৌধুরী, সম্পাদক ও প্রকাশক মুহিব উদ্দিন চৌধুরী বীর মুক্তিযোদ্ধা মুনীর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।