ক্যাম্পেইন কমিটি ইউকের উদ্যোগে নো ভিসা ফি এবং ই-পাসপোর্ট ফি বৃদ্ধির প্রতিবাদে সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ৫:৩৯:৩০ অপরাহ্ন
লন্ডন অফিস: ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্যোগে নো ভিসা ফি এবং ই-পাসপোর্ট ফি বৃদ্ধির প্রতিবাদে গত ১০ ডিসেম্বর ইস্ট লন্ডনের উডেহাম কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কমিটির যুগ্ন আহবায়ক মোহাম্মদ জামান সিদ্দিকী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মাদ আব্দুল কুদ্দুছ।
এতে আলোচনায় অংশগ্রহণ করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, মাহবুবুর রহমান কুরেশী, প্রভাষক মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ আজম আলী, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, শাহ শেরোয়ান মোহাম্মদ কামালি, খন্দকার সাইদুজ্জামান সুমন, আলহাজ্ব মোহাম্মদ বুলু মিয়া, জাফর আহমদ, মোহাম্মদ ফাহিম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন বৃটিশ পাসপোর্টের জন্য নো ভিসা ফি ৪৬ পাউণ্ড থেকে ৭০ পাউণ্ডে বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও তা বাতিল করার দাবী জানান। ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর, ওসমানী বিমান বন্দরে কাতার, সৌদি, আমিরাত ও বৃটিশ সহ বিভিন্ন এয়ারলাইনের ফ্লাইট চালু করার দাবি জানানো হয়। অন্যথায় তীব্র গণ আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান বক্তারা। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন সদস্য সচিব এম এ রব।