ঝিনাইদহে শহীদ আবু সাঈদ ও শহীদ মীর মুগ্ধ স্মৃতি -২০২৪ ফুটবল টুর্নামেন্ট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ২:০৪:১১ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া গ্রামে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ ডিসেম্বর ) বিকালে মাইলবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মো: মোসারফ হোসেন, মো: আহসান উদ্দীন, মো: মহী উদ্দিন মেম্বার, আবু বকর বাক্কা, সাদেকুল ইসলাম, শহিদুল মাষ্টার, শহিদুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টে খেলা দেখতে আসা ৭০ বছরের বৃদ্ধ আলতাফ হোসেন দফাদার জানান, আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি কিন্তু আজকের মতো এতো মানুষের সমাগম দেখি নাই।
ফুটবল টুর্নামেন্টের মুখপাত্র শরিফুল ইসলাম মাষ্টার জানান, এই ফাইনাল ম্যাচটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল ভাবে প্রতিটি খেলা গুলো শেষ হয়েছে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি আগামীতে সকলের সহযোগিতা নিয়ে আরো বড় পরিসরে এই খেলার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য নাইমুর রহমান বলেন, আমরা অনেক সুন্দর একটি টুর্নামেন্ট শেষ করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ ও শহীদ মীর মুগ্ধ এর স্মৃতিতে আমাদের এই টুর্নামেন্টের আয়োজন ছিলো।
টুর্নামেন্টে বিজয়ী দল নওদাগা ফুটবল একাদশ তারা মানিকদিহি ফুটবল একাদশ কে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে ট্রফি ও নগদ ১৫০০০/- টাকা ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ট্রফি ও নগদ ১০০০০/- টাকা। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন মো: বিল্পব হোসেন ও তার সহযোগীরা। ফুটবল টুর্নামেন্টির স্পনসর ও সহযোগী হিসাবে ছিলেন শরিফুল ইসলাম মাষ্টার, মো: আরাফাত রহমান, মো: জুবায়ের হাসান, বিদ্যুৎ ও বিল্পব ব্রাদার্স, শহিদুল মাষ্টার, শাহীন আলম, নাইমুর রহমান, আজিজুল ইসলাম, প্রবাসী রাসেদ, প্রবাসী আবু নাছের তুহিন সহ গ্রামের অনেক তরুণ উদ্যোক্তা।